
শেখ এরশাদ, শিয়ালদাঃ শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হওয়ার পর এবার তৃতীয় ধাপের কাজ প্রায় শেষের পথে। এই তৃতীয় ধাপের কাজ সম্পন্ন হলেই শিয়ালদার প্রত্যেকটি স্টেশনে ১২ কোচের ট্রেন চালানো সম্ভব হবে। বিগত বেশ কিছুদিন ধরে প্ল্যাটফর্ম মেরামতের কাজের জন্য নিত্যযাত্রীদের হয়রানির শিকার হতে হয়। তবে মেরামতির কাজ এখন শেষ পর্যায়ে।যে কাজগুলো তৃতীয় ধাপে করা হচ্ছে সেগুলি হল দম দম প্রান্তে 1 এবং 2 নং প্ল্যাটফর্ম এর সম্প্রসারণ – 52 মিটার ,3 এবং 4নং প্ল্যাটফর্ম এর সম্প্রসারণ – 52 মিটার , 4 এবং 5 নং প্ল্যাটফর্ম এর সম্প্রসারণ – 55 মিটার করা হচ্ছে।এছাড়াও শিয়ালদা স্টেশনের 1, 2 এবং 3নং প্ল্যাটফর্ম এর সামনে একটি নতুন কনকোর্স এবং গেট স্থাপন করা হবে।