
ওয়েব ডেস্ক: খাস কলকাতায় ফের আটক তিনজন রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ। শিয়ালদহ স্টেশন থেকে ওদের আটক করে রেল পুলিশ। সন্দেহে করা হচ্ছে ধৃত তিন রোহিঙ্গা মায়ানমারের বাসিন্দা। রেলপুলিশ সূত্রের খবর, পরিচয়পত্র এবং পাসপোর্ট ছাড়াই ভারতে ঢোকেন ধৃতরা। ওরা ২০ হাজার টাকার বিনিময়ে বেআইনিভাবে ভারতে ঢুকেছে বলে জানা গিয়েছে।
জিআরপি সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তি এবং দুই মহিলাকে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। গতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। এরপর পরিচয়পত্র দেখতে চাওয়ায় পর্দাফাঁস। কোথায় যাচ্ছেন জানতে চাইলেও সঠিক উত্তর দিতে পারেননি ওরা।
খবর দেওয়া হয় রেলপুলিশকে। রেলপুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান তার নাম আব্দুল রহমান। দুজন মহিলা ওঁর পরিবারের সদস্য। ধৃতরা আরও জানিয়েছেন, মায়ানমার থেকে ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছেন। ধৃতরা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।