
শুভজিৎ পুততুণ্ড, কলকাতা : পূর্ব ঘোষণা মত আজ রবিবার দুপুর দুটো নাগাদ শিয়ালদহে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু চারশোজন শ্রমিকের দিনরাত এক করেও সেই কাজ শেষ হওয়া নির্ধারিত সময়ে হওয়া নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে রবিবার সকালে যাত্রী বিক্ষোভে অশান্ত হয়ে উঠল শিয়ালদহ মেন স্টেশন চত্ত্বর।
রেল হল শহরের লাইফ লাইন। উল্লেখ্য, শুক্রবার থেকেই বন্ধ রয়েছে শিয়ালদার প্রথম ৫টি প্ল্যাটফর্ম,১২ বগির লোকাল ট্রেন চালানোর জন্য এই সিদ্ধান্ত। M প্ল্যাটফর্ম সম্প্রসারনের কাজ চলছে। এখন টিনের শেড ঢেকে লাইনের শেষ পর্যায়ের কাজ চলছে। তার জেরে ট্রেন পরিষেবার সূচি বদল হয়েছে । ফলে ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার থেকে সময় যত এগিয়েছে ততই বেড়েছে দুর্ভোগ।পরিস্থিতি এমন জায়গায় যে স্টেশনেই রাত কাটাতে হয়েছে অনেককে। বনগাঁ, কৃষ্ণনগর, রানাঘাট, থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের যাত্রীরাও পড়েছেন সমস্যায়।এমনকি রাজধানীর মত ট্রেনও দুঘণ্টা দেরীতে ছেড়েছে। শনিবার পর্যন্ত যা ছিল নিতান্ত অভিযোগ তা ক্রমেই ক্ষোভে পরিনত হয়ে ওঠে। রবিবার সেই ক্ষোভ গণ্ডগোলের আকার নেয়। যার জেরে ভাংচুর চালান ক্ষুব্ধ যাত্রীরা। ভেঙে যায় অনুসন্ধান অফিসের কাঁচ। পরে ঘটনাস্থালে আসে বিরাট পুলিশ বাহিনী। এরপরেই শান্ত হয় পরিস্থিতি।