
নিজস্ব সংবাদদাতা : আবারও কলকাতায় অস্ত্র উদ্ধার । সাত সকালে শিয়ালদা স্টেশন থেকে পাওয়া গেলো বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র । এর আগেও শিয়ালদা স্টেশন লাগোয়া অঞ্চলে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল ।
সুত্রের খবর আগে থেকেই এসটিএফের কাছে খবর ছিল । সেই কারণেই সোমবার সকালে স্টেশনে করা নজরদারি চলছিল। হাটে বাজারে এক্সপ্রেস স্টেশনে থামার পর এফডিএফ এর তদন্তকারীরা তল্লাশি শুরু করে। একজন যুবককে সন্দেহ করার দরুন তল্লাশি করা হয় তার। তল্লাশি করার পরই আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তার ব্যাগ থেকে। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ছটি আগ্নেয়াস্ত্র ও আটটি কার্তুজ।
ধৃত যুবকের নাম হাসান শেখ। মালদহের কালিয়াচকের বাসিন্দা ঐ যুবক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিহারের খাবারিয়া জেলায় ঐ সমস্ত তৈরি হতো। আর সেই অস্ত্র সড়ক পথে আসতো মালদহে। এরপর হাটে বাজারে এক্সপ্রেস ধরে কলকাতায় সেগুলোকে পাচার করা হতো।
তদন্তকারীরা মনে করছেন এই রুটকে অস্ত্র পাচারকারীরা বেছে নিয়েছে। এই ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফের তদন্তকারীরা ।