
সুকান্ত চট্টোপাধ্যায় ,বারাসাত:পুরো রাজ্য বারুদের স্তুপে রয়েছে,আর মুখ্যমন্ত্রী সহ তৃনমূল নেতা মন্ত্রীরা টাকা কামাতে ব্যস্ত, দত্তপুকুরে এসে বিস্ফোরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দায়ী করে মন্তব্য বাম নেতা মহম্মদ সেলিমের ।তিনি দাবি করেন এর আগেও একবার এই এলাকায় বিস্ফোরন হয়েছিল ,কিন্তু যারা অভিযোগ জানিয়েছিলেন ,তাদেরকেই মিথ্যা কেসে আটক করা হয়েছিল।
উল্লেখ্য এই বিস্ফোরণে আই এস এফের ও নাম জড়িয়েছে।সে প্রসঙ্গে সেলিম বলেন রাজ্যে কোথাও কোন দুর্ঘটনা ঘটলে নিজেদের আড়াল করতে আই এস এফ সহ বামদের নাম জোর করে ঢুকিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত দত্তপুকুর দুর্ঘটনা কাণ্ডে এখনো অবধি নয় জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তদন্তে সিআইডি এবং এন এই এর তদন্তকারী দল ঘটনাস্থলে আসে । এই ঘটনায় সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ