
অনুপ রায়,হাওড়া:যদি বাম আমলে ভুয়ো রেশন কার্ড তৈরি হয়ে থাকে ,তাহলে গত বারোবছর ওরা চুপ ছিলেন কেন।কেন আন্দোলন করেন নি। সব ভুয়ো রেশন কার্ড হয়েছে বাম আমলে , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে প্রসঙ্গে তৃনমূল ও তৃনমূল সুপ্রিমো কে এই ভাষাতেই আক্রমণ করলেন বাম নেতা মহ সেলিম । পাশাপাশি তিনি দাবি করেন যাবতীয় দুর্নীতির সঙ্গে মমতা ও অভিষেক যুক্ত রয়েছেন।