
র্যাগিংয়ের বিরুদ্ধে ডাকা বৈঠক ঘিরে রণক্ষেত্র যাদবপুর। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন যাবদুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। বৈঠক চলাকালীন WTI সংগঠনের বেশ কিছু প্রতিনিধি হঠাৎ SFI-এর প্রতিনিধিকে আক্রমণ করে বলেই সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের অভিযোগ। পাশাপাশি দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। আহত ছাত্রকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে সূত্রের খবর।