
শেখ চিকু,কলকাতা: রাজ্যের সর্বত্র র্যাগিং মুক্ত, বহিরাগত সমাজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে এস এফ আই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মঙ্গলবার যাদবপুর ৮ বিতে এক সমাবেশের ডাক দেওয়া হয়। এই সমাবেশে পুলিশের অনুমতি নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়। তবে পুলিশের অনুমতির তোয়াক্কা না করে সমাবেশে যোগদান করেন এসএফআইয়ের কর্মী সমর্থকরা। কলকাতার বিভিন্ন প্রান্তের পাশাপাশি কলকাতার বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে আগত এসএফআই কর্মী সমর্থকরা এই সমাবেশে যোগদান করেন।
যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে এই সমাবেশ বাম ছাত্র সংগঠনের হলেও রাস্তায় নামে সিপিএম। কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে এই সমাবেশে । উপস্থিত থাকার কথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসুর।