
নিজস্ব প্রতিনিধি, শালবনী: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা তৈরি করবেন । মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে শুক্রবার রাতে এই কথা ঘোষণা করেছেন মহারাজ।এই ঘোষণার পর শনিবার শালবনী জুড়ে খুশির হাওয়া। উল্লেখ্য জিন্দল গোষ্ঠীর ফেরত দেওয়া শালবনীর প্রায় আড়াই হাজার একর জমির মধ্যে, ৬০০ একর জমিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্পাত কারখানা গড়ে তুলবেন বলে জানিয়েছেন। প্রায় ৬, হাজার কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেছে রাজ্য সরকার। সৌরভের হাত ধরে শালবনীতে ইস্পাত কারখানা তৈরি হতে চলায় খুশির হাওয়া শালবনী তথা সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এলাকাবাসীরা জানিয়েছেন এখানে ইস্পাত কারখানা হলে স্থানীয় ছেলেরা চাকরি পাবে ।রাজ্যের পাশপাশি জেলার অর্থনৈতিক উন্নয়ন হবে। ২০০৭ সাল থেকে তিনি ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত আছেন সৌরভ । আসানসোলে এবং পাটনাতে তাঁদের ইস্পাত কারখানা আছে। এরপর, পশ্চিম মেদিনীপুরে নিজেদের তৃতীয় কারখানা গড়ে তোলার প্রস্তুতি নিয়েছেন তিনি।