
প্রতীতি ঘোষ,উত্তর চব্বিশ পরগনা:আগামী পাঁচ মাসের মধ্যে ওদের সরকার পড়ে যাবে, তৃণমূল কে হুঁশিয়ারি দিয়ে মন্তব্য কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ।শনিবার রাতে একটি দলীয় কর্মসূচীতে এসে সংবাদ মাধ্যমকে শান্তনু ঠাকুর বলেন এরা ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কখনই এরা চিরস্থায়ী নয়। আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পরে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।
শান্তনু ঠাকুর আরো বলেন, তৃনমূল যদি রাহাজানি না করতো ,তাহলে পঞ্চায়েত নির্বাচনের আমরা যা ভোট পেয়েছি তার থেকে দশ গুন বেশি ভোট পেতাম।এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলটিতেই ধস নেমেছে । আর ফেরার কোন রাস্তা নেই। মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই এই সব কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণার গাইঘাটার ফুলশড়া পাঁচপোতায় এলাকায় পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রার্থীদের সম্বোধনা দেওয়ার আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রামপদ দাস সহ বিজেপি নেতারা।