
নিলয় ভট্টাচার্য,নদিয়া : বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুরের। জানা গেছে, বুধবার বিসর্জনে গিয়েছিলেন বিজেপি কর্মী অধীর সরকার। অভিযোগ,তিনি বাড়িতে ফেরার সময় হঠাৎই দুষ্কৃতীরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অধীর সরকার। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহত বিজেপি কর্মীকে পুলিশ নিয়ে আসে শান্তিপুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরেই উত্তেজিত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা, হাসপাতালের ভেতরেই পুলিশের সাথে শুরু হয় কথা কাটাকাটি। মৃত বিজেপি কর্মীকে হাসপাতাল থেকে শান্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ, এরপর রাতেই মৃতদেহ মর্গে পাঠানো নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়, তারপর পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের।
বিজেপি কর্মী সমর্থকদের দাবি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে। তা না হলে বৃহস্পতিবার নদিয়া জুড়ে দফায় দফায় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা ।