
শেখ এরশাদ,কলকাতা : বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। টানা কুড়ি ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে। গ্রেপ্তারির পর সংবাদমাধ্যমের সামনে জ্যোতিপ্রিয় জানান, ষড়যন্ত্রের শিকার তিনি। একইসঙ্গে বিজেপি কেও নিশানা করেন তিনি। শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রী শশী পাঁজাও একইভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের ঘটনায় বিজেপিকে তোপ দাগেন। তিনি বলেন, এই ঘটনায় পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলায় বিজেপির শেষ। পাশাপাশি বিজেপিকে কাপুরুষের দল বলেও নিশানা করেন শশী পাঁজা।
একইসঙ্গে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন শশী পাঁজা।
এদিন শুভেন্দুকে চোর বলে কটাক্ করেন মদন মিত্র।
জ্যোতিপ্রিয় মল্লিক ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। একইসঙ্গে চলছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা।