
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছে আরাবুল ইসলাম ।লোকসভা ভোটে ও তৃণমূলকে হারানোর চক্রান্ত করেছিলো।এমনকি এক তৃনমূল নেতাকে খুন করার চক্রান্ত ও করেছিলো আরাবুল।মঙ্গলবার ভাঙ্গড়ের একটি জনসভা থেকে এমনটাই দাবি করলেন তৃনমূল নেতা শওকত মোল্লা। পাশপাশি তিনি আরো বলেন যে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে ,এবং তার সব অপরাধ নিয়ে তদন্ত হবে।লোকসভা ভোটে বিপুল ভোটে তৃণমূলকে লিড দিয়েছে ভাঙ্গড় বিধানসভা কেন্দ্র। যে সমস্ত কর্মীরা এই নির্বাচনে লড়াই করে দলকে জয় এনে দিয়েছে ,তাদের কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার ভাঙ্গড় কলেজ ময়দানে এক সভার আয়োজন করা হয। এই মঞ্চ থেকে আরাবুল ইসলামকে আক্রমণ করে সরাসরি মন্তব্য করতে শোনা যায় শওকত মোল্লাকে