
প্রতীতি ঘোষ,উত্তর চব্বিশ পরগনা:পার্টি অফিস উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা জগদ্দলের এক্সাইড ব্যাটারি কারখানায়। পুলিশ-শ্রমিক খন্ডযুদ্ধ ।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ
মঙ্গলবার জগদ্দলের এক্সাইড ব্যাটারি কারখানার পার্মানেন্ট মজদুর মোর্চার পার্টি অফিস উচ্ছেদ করতে আসে পুলিশ ।আর সেই পুলিশি অভিযান ঘিরেই উত্তেজনা ছাড়ায় এলাকায় ।পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জ করার অভিযোগ উঠেছে।শ্রমিক ইউনিয়নের নেতা সঞ্জয় সিংয়ের অভিযোগ শ্রমিক স্বার্থে ২০ শতাংশ বোনাস সহ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং বেশ কয়েকটা দাবি জানানো হয়েছিল কারখানা কর্তৃপক্ষের কাছে। সেই সমস্ত দাবি না মানার জন্যই , মঙ্গলবার দুপুরে কারখানার শ্রমিক ইউনিয়নের অফিসের মধ্যে যারা বসেছিল তাদেরকে বের করে দিয়ে, পার্টি অফিসে তালা মেরে দেয় পুলিশ।পার্টি অফিস বন্ধ করে দেওয়ার সময় শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।