
সুকান্ত চট্টোপাধ্যায়, বসিরহাট : সন্দেশখালির একদা বেতাজ বাদশা শেখ শাহজাহান. এখন তার দিন কাটছে জেলে. জানুয়ারি মাস থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে বসিরহাটের এই দ্বীপাঞ্চল. স্থানীয়দের জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে জমির চরিত্র বদল, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগের তির শাহজাহান-বাহিনীর দিকে.
দীর্ঘ টালবাহানার পর অবশেষে ফেব্রুয়ারির শেষে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ. শুরু হয় আইনি প্রক্রিয়া. তারপর কেটে গেছে পাঁচ মাস.
সন্দেশখালিকাণ্ডে গত ১৯ শে জুলাই শেখ শাহজাহান, ভাই শেখ আলমগীর সহ জিয়াউদ্দিন মোল্লা মাহফুজার মোল্লা ও দিদার বক্স মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল. বসিরহাট মহকুমা আদালতের বিচারক ফের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলো শেখ শাহাজাহান, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সহ মাহফুজার মোল্লা দিদার বাক্স মোল্লা ও জিয়াউদ্দিন মোল্লাকে.
উল্লেখ্য, এদিন বসিরহাট মহকুমা আদালতে সিবিআইয়ের এক আইনজীবী সহ ছয় সদস্যের প্রতিনিধি দল হাজির হন। সঙ্গে রয়েছে সন্দেশখালির মল্লিকপাড়া থেকে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যাগ সহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র. শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় আদালত, সেটাই এখন দেখার.