
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ বাংলাদেশের প্রাক্তন প্রধান শেখ হাসিনা নিজের দেশ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতের অশ্রয়ে দিল্লির কোনও ভবন এখন তাঁর ঠিকানা। হাসিনা যে আর রাজনীতিতে ফিরবেন না তা আগেই স্পষ্ট করে দিয়েছেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। কিন্তু কি হবে বঙ্গবন্ধু মুজিবরের রাজনৈতিক দল আওয়ামী লীগের। বঙ্গবন্ধুর দলের কি ইতি হয়ে যাবে, পদ্মা পারের বাংলা থেকে?
এমনটা মনে করছেন না হাসিনা পুত্র জয়। দলের নেতা কর্মী সমর্থকদের সাহস রাখার বার্তা দিয়েছেন সজীব ওয়াজেদ। তাঁর বক্তব্য, আওয়ামী লীগকে শেষ করা কখনই সম্ভব নয় বাংলাদেশের মাটি থেকে।
হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মন ভেঙে গেছে সিংহ ভাগ রাজনৈতিক বিশ্লেষক দের দাবি। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সাহস কে জোগাবে তাঁরা যে ঘুরে দাঁড়াবেন। এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বাংলাদেশের আকাশে বাতাসে। এই পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের সাহস দিলেন হাসিনা পুত্র। তাঁর কথায়, ”আওয়ামী লীগ মরে যায়নি। আমরা আছি। এই দল দেশকে স্বাধীন করেছে, আমাদের শেষ করা সম্ভব নয়।” জয়ের বক্তব্য, ”নতুন বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগকে দরকার। এই দল ছাড়া তা সম্ভব নয়। আর আমাদের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। তবে কেউ হাল ছাড়ছি না। আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করব।”
প্রসঙ্গত, গত সোমবার থেকেই বাংলাদেশ দেশজুড়ে আওয়ামী লীগের নেতা, সমর্থক, মন্ত্রী, কর্মীদের বাড়িতে হামলা চলছে। প্রায় সব কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালিয়ে লুটপাটও করা হয়েছে বহু জায়গায়।