
শেখ এরশাদ, কলকাতা : ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্য। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দ্বীপাঞ্চল। দীর্ঘ টালবাহানার পর সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। এরপর সিবিআই-কে এই মামলার তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার শাহজাহানের তিন শাগরেদকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দিলেন বেড়মজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লা। সিবিআই দফতরে ঢোকার সময় তিনি বলেন, ‘সিবিআই কেন ডেকেছে জানিনা, সহযোগিতা করব’। হাজি সিদ্দিকী মোল্লা এলেও হাজিরা এড়ালো বাকি দুজন।