
অরূপ পোদ্দার, শিলিগুড়ি:
প্রায় দীর্ঘ তেরো বছর পর শিলিগুড়ির সেদ গুয়েড মনাস্ট্রিতে এলেন বৌদ্ধ ধর্ম গুরু দলাই লামা। সেখানে বৌদ্ধ ধর্ম বিষয়ে শিক্ষা দান করেন তিনি। এদিন দার্জিলিং, কালিম্পং, সিকিম, ডুয়ার্স সহ নেপাল, ভুটান থেকে প্রায় কুড়ি হাজার ভক্তদের সমাগম হয় ওই মনাস্ট্রিতে। কর্মসূচি শেষে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বৃহস্পতিবার শিলিগুড়ি শহর জুড়ে পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ শিলিগুড়ির ট্রাফিক এডিসিপি ও ডিসিপি।