
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : রবিবার তৃণমূলের শহীদ দিবস পালিত হয়েছিল ধর্মতলায় । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী ও সমর্থকরা উপস্থিত হয়েছিলেন । ২১শে-র সভায় যোগ দেওয়ার লক্ষ্যেই কলকাতায় গিয়েছিলেন শিলিগুড়ির এক বাসিন্দা । কিন্তু শেষ অবধি বাড়ি আর ফেরা হয়নি তার । পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত রঞ্জিত মন্ডল পেশায় মেকানিক। তিনি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা। সেখানে প্রথম পক্ষের স্ত্রী সন্তান থাকেন। অন্যদিকে, শহীদ কলোনীতেও তার দ্বিতীয় সংসার রয়ছে বলেই খবর। রঞ্জিত বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের যোগ দেয় । ২৩ সালে প্রথমবার ধর্মতলায় আয়োজিত শহিদ দিবসের বিশেষ সভায় যোগ দিয়েছিলেন তিনি। এবারও সেই লক্ষ্যেই ১৯ তারিখ কলকাতা পৌঁছোন। তার সঙ্গে জনা দশেক স্থানীয় তৃণমূল কর্মী ছিলেন। রবিবার তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যায় মাঝ সুমুদ্রে একটি বোট ভাসছে। পরিবারের তরফে জানা গিয়েছে, বকখালিতে সমুদ্রে তলিয়ে রঞ্জিতের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের দাবি তার সঙ্গীরা রনজিত কে খুন করেছে। স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙ্গে পড়েছেন স্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। মৃত্যুর খবর জানতে পেরেই রবিবার বিকেলে মৃতের ছোট ছেলে কলকাতার উদ্দেশ্যে রওনা হন।