
অরূপ পোদ্দার,শিলিগুড়ি :শিলিগুড়ি হলো উত্তরবঙ্গের একটি ক্রমবর্ধমান শহর। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার অংশে অবস্থিত এই শহরটি, উত্তরবঙ্গের বৃহত্তম মহানগর অঞ্চল। পশ্চিমবঙ্গের যে কয়টি শহরে সোনার জিনিসের চাহিদা বাড়ছে তার মধ্যে অন্যতম হলো শিলিগুড়ি। সেই চাহিদাকেই মাথায় রেখে শিলিগুড়িতে নতুন শোরুম উদ্বোধন করল তানিস্ক। শুক্রবার ধুমধাম করে শিলিগুড়ির বর্ধমান রোডে এই নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, তানিষ্কের সার্কেল বিজনেস হেড অলোক রঞ্জন, নরেন্দ্র চন্দ্র গর্গ এবং পরিবার। এছাড়াও শিলিগুড়ির বিশিষ্টজনেরাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই ছাদের তলায় একদিকে যেমন সোনার বিভিন্ন ধরনের গয়না পাওয়া যাবে তেমনি হীরের এক্সক্লুসিভ কালেকশনও এই শোরুমে পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থার কর্তারা.