
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : শিলিগুড়ির ফুলবাড়ি জিয়াগঞ্জের পেট্রোল পাম্প থেকে গ্রেফতার মোঃ আকবর আলী। অভিযোগ গত শুক্রবার রাতে ফুলবাড়ীর জিয়াগঞ্জ এর পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পের এক মহিলা কর্মীকে শারীরিক নির্যাতন ও মারধর করেন। সূত্র মারফত জানা গেছে, ওই পেট্রোল পাম্পে তেল ভরাতে গিয়ে প্রথমে মহিলা কর্মীর সাথে তিনি তর্কে জড়িয়ে পড়েন। জানা গেছে, বেশিরভাগ সময়ে নিজেকে তৃণমূল নেতার পরিচয় দিয়ে দু হাজার টাকার পেট্রোল বাকিতে নিতেন। আগের বাকি টাকা না দিয়ে আবার ওই পাম্পে বাকিতে তেল ভরতে চাইলে সেখানে থাকা এক মহিলা কর্মী তা দিতে অস্বীকার করে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আকবর আলী। ওই মহিলাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। শুধু সেখানেই থেমে থাকেনি মহিলাটির শ্লীলতাহানি করারও অভিযোগ উঠেছে।
মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আকবর আলীকে শিলিগুড়ি মেট্রোপলিটন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে, আকবর আলী দলের কোন কিছুর সঙ্গী জড়িত নন বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল্ নেতৃত্ব। জলপাইগুড়ির মাইনরিটি শ্রেণীর সভাপতি মিজানুর রহমান জানান, “মোহাম্মদ আকবর আলী একজন মানসিক রোগী”।
অভিযুক্ত মোঃ আকবর আলীকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।