
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনাঃ দিন দুপুরে শুট আউট, ব্যারাকপুরে,গুরুতর আহত এক যুবক । স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে ব্যারাকপুরের সবজি মহল আবদালি বাজার এলাকায় গুলি চলে । গুলির আওয়াজ পাওয়া মাত্রই কেঁপে ওঠে গোটা চত্বর। তিন দুষ্কৃতি বাইকে করে এসে হামলা চালায় এক যুবকের ওপর। তৎক্ষণাৎ গুলি লেগে সেই স্থানেই লুটিয়ে পড়েন যুবক।
সূত্র মারফত জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম মোহাম্মদ ইমদাদ। সবজি মহল আবদালি বাজারের ইলেকট্রিক সাপলাই এর দোকানে কাজ করতেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা আক্রান্ত যুবকে নিয়ে যান ব্যারাকপুরের ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, আক্রান্ত যুবকের অবস্থা এখন আশঙ্কাজনক।
ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় ব্যারাকপুর পুলিশ কমিশনারের অতিরিক্ত উপ-নগরপাল ইন্দ্র বদন ঝাঁ , মহম্মদ বদরুজ্জামান ও টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতি কারা ছিলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি তদন্ত চলছে।