
গোপাল শীলঃ আমতলা, পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় খুন হন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দড়ি কেওড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডল। অভিযোগ পুলিশ মৃতদেহের ময়না তদন্ত করেনি। এমনকি এফআইআরও নেয়নি পুলিশ। এদিন ভোলানাথ মণ্ডলের স্ত্রী এবং সন্তানদের নিয়ে ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপারের অফিসে এসে লিখিত অভিযোগ জানান শুভেন্দুবাবু।
এদিন শুভেন্দু অধিকারী বলেন মনিপুর দেখাতে হবে না। মুখ্যমন্ত্রী আগে রাজ্যের বেটিদের বাঁচান। পঞ্চায়েত ভোটে নিহত বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডলের মেয়েকে দেখিয়ে এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসায় খুন হন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দড়ি কেওড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডল। এদিন ভোলানাথ মণ্ডলের স্ত্রী এবং সন্তানদের নিয়ে ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপারের অফিসে এসে লিখিত অভিযোগ জানান শুভেন্দুবাবু। সঙ্গে ছিলেন বিজেপির নেতা শঙ্কুদেব পন্ডাও। এদিন ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসকেও কটাক্ষ করে শুভেন্দু বলেন আপনি কিসের শহিদ দিবস পালন করছেন। ভোটের হিংসায় যারা মারা গেল তারা শহিদ নয়।
লোকসভায় বিরোধীদের জোট নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি গোহারান হারবে তৃণমূল। আগের বারের থেকে লোকসভায় তৃণমূলের আসন অর্ধেক হবে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি শুভেন্দুর দাবি ২০২৪-এর নির্বাচনে মোদি ৪০০ ও বেশি আসন নিয়ে লোকসভায় জিতবেন। পাশাপাশি সিপিএম, কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকেদেরও তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দেবার আবেদন জানান নন্দীগ্রামের বিধায়ক
এদিন ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপারের অফিস থেকে বেড়িয়ে আমতলায় বিজেপি কার্যালয়ে আসেন শুভেন্দু অধিকারী। পরে সেখানে পথসভায় অংশ নেন তিনি।