
অনসূয়া সিনহা, দুর্গাপুর:রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত বাকিবুর রহমানের সঙ্গে শাসক দলের সঙ্গে যোগ সাজোগ রয়েছে।তাকে বেআইনি ভাবে নিউটাউনে তিনটি প্লট ও দিয়েছে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা।দুর্গাপুরে পুজো উদ্বোধনে এসে বাকীবুর – তৃনমূল যোগ নিয়ে এমনই অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এছাড়াও তিনি অভিযোগ করেন যে বাকিবুর রহমান খাদ্য মন্ত্রীর মেয়ের জন্মদিনে স্করপিও গাড়ি গিফট করেছেন । পাশাপাশি রানীগঞ্জের ধস কান্ড নিয়ে মুখ্যমন্ত্রী কে আক্রমণ করে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন রানীগঞ্জে বেআইনি খনিতে ৮ জনের মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। উল্লেখ্য দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ক্ষুদিরাম মাঠে বিজেপি তরফে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার তৃতীয়ার দিন বিকালে রাজ্যের শুভেন্দু অধিকারী এই পূজোর উদ্বোধন করেন। এছাড়াও প্রায় ১ হাজার মহিলাকে শাড়ি বিতরণ করা হয় এদিন।