
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:রাজ্যে শত শত মাইল চলাচলের অযোগ্য বেহাল রাস্তা রয়েছে বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারি । আর সেই সব রাস্তা সারাইয়ের দাবিতে পুজোর সময় তৃতীয়ার দিন মহিষাদলে বিক্ষোভ মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিনের মিছিল থেকে শুভেন্দু রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন ,খেলা,মেলা,উৎসব নিয়েই মেতে রয়েছে প্রশাসন ।উন্নয়নের দিকে কোন নজর নেই ।তাই রাস্তার বেহাল অবস্থা,পানীয় জলের অভাব রয়েছে বিভিন্ন এলাকায় ।পাশাপাশি আগামী ২১ সে নভেম্বর কলকাতায় কেন্দ্রের বিভিন্ন অনুদান থেকে বঞ্চিতদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করার কথাও ঘোষনা করেছেন তিনি।
এছাড়াও বিরোধী দলনেতা এদিন ফের অভিযোগ করেন যে রাজ্য সরকার দুর্গাপুজো কে কালচারাল ইভেন্টে পরিণত করেছে।তাই তিনি শাস্ত্রীয় ও পঞ্জিকা মতে শারদীয়া উৎসব পালন করার আবেদন করেন রাজ্যবাসী কে।