
বাবলু প্রামাণিক,বারুইপুর:
বারুইপুর পূর্ব জেলা কার্যালয়ে এসে ঘরছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসার শিকার বারুইপুরের পুরুষ ও মহিলা মিলে প্রায় ১১৭ জন আশ্রয় নিয়েছেন বারুইপুর পূর্ব জেলা বিজেপির পার্টি অফিসে। যাদের মধ্যে বাচ্চা , মহিলা সহ ৮ জন এবং গুরুতর আহত । শনিবার সেই সব কর্মীদের সাথে দেখা করেন শুভেন্দু।তাদের সাথে কথা বলে তাদের অভিযোগ শোনেন এবং তাদের হাতে নতুন কাপড় তুলে দেন। পাশাপাশি তাদের ঘরে ফেরানোর আশ্বাসও দেন তিনি । এছাড়া এই বিষয় নিয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন হাওড়া থেকে দক্ষিণ ২৪ পরগনা সব জায়গায় জঙ্গল রাজ চলছে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা পর্যন্ত ভোট লুট করেছে তৃনমূল । এই কাজে পুলিশ ও বিডিওরা শাসক দলকে সাহায্য করছে বলেও অভিযোগ করেন তিনি।