
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:মমতা বন্দোপাধ্যায়ের পুজো উদ্বোধনকে বাতিল করার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের ভেকুটিয়াতে নদী বাঁধ পরিদর্শন করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা দাবি করেন পঞ্জিকা বা শাস্ত্র মতে পুজো উদ্বোধন করছেন না মুখ্যমন্ত্রী। তাই এই ভার্চুয়াল উদ্বোধনের বিরোধিতা করা উচিত।পাশাপাশি পঞ্চায়েতের নির্বাচনের পরেও রাজ্যের বিভিন্ন স্থান থেকে বোমা উদ্ধার ও বোমা বিস্ফোরন প্রসঙ্গে শুভেন্দু বলেন নন্দীগ্রামের মতো রাজ্য থেকে তৃনমূল কে উৎখাত না করা অবধি এই ধরনের ঘটনা চলতে থাকবে।উল্লেখ্য কয়েকদিন আগেই প্রবল বৃষ্টি পাতে বিপর্যস্ত হয়ে যায় পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।বৃহস্পতিবার সেই সব এলাকা পরিদর্শন করেন নন্দীগ্রামের সাংসদ।এবং গ্রামবাসীদের সাহায্যের ও প্রতিশ্রুতি দেন তিনি।