
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:
পঞ্চায়েত নির্বাচন নিয়ে এ বার কলকাতা হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা । সোমবার সকালে নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক করে একথা সংবাদ মাধ্যমকে জানালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই বিষয়টি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি।পাশাপাশি নির্বাচনে ‘হিংসা’ এবং ‘নিয়মভঙ্গে’র তথ্যপ্রমাণ হিসাবে এক হাজারেরও বেশি ভিডিয়ো ফুটেজ আদালতে জমা দেবেন বলেও জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।এদিনের সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা এবং নিয়মভঙ্গের জন্য রাজ্যের পাশাপাশি নির্বাচন কমিশনকেও দায়ী করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, রাজ্যের ১৮ হাজার বুথে ছাপ্পা ভোট হয়েছে। ৬ হাজার বুথের তালিকা জমা দেওয়া হয়েছিল । কিন্তু সেই তালিকার ভিত্তিতে পুনর্নিবাচন করা হয়নি। পাশাপাশি তার অভিযোগ যে সব বুথে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, সেখানে সিসি ক্যামেরার মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি এবং মৃত্যুর ঘটনায় সোমবারই হাই কোর্টের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জনস্বার্থ মামলাটিতে নিজেই সওয়াল করেন তিনি।এবার হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলেন শুভেন্দুও।