
অনুপ রায়,হাওড়া:পিসির আলাদা গোষ্ঠী। ভাইপোর আলাদা গোষ্ঠী। রাজ্যের সর্বত্র এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে।দলীয় কর্মসূচিতে হাওড়ায় এসে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ইন্ডিয়া জোট কে কটাক্ষ করে বলেন তিন রাজ্যের ফলাফলের পরই ওই জোটের পিন্ডি চটকে গেছে , গয়ায় গিয়ে শেষ কাজ করে আসতে হবে।