
প্রদীপ মাইতি,নন্দীগ্রাম:এখনো পর্যন্ত রাজ্যে ভোট হিংসায় 19 জনের মৃত্যু হয়েছে, এদের প্রত্যেকের মৃত্যুর জন্য দায়ী মমতা ও রাজিব সিনহা।নন্দীগ্রামের টাকাপুরার জনসভায় রাজ্য ও কমিশনকে একযোগে তোপ
শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন সেন্ট্রাল ফোর্সকে জাতীয় সড়কে প্যারেড করানো হচ্ছে। আর রাজ্য জুড়ে অশান্তি চলছে।এদিনের সভা থেকে সায়নী ঘোষ কে ও আক্রমণ করেন শুভেন্দু ।তার অভিযোগ কুন্তল ঘোষের কাছ থেকে তিনটে ফ্ল্যাট একটি , ৬০ লক্ষ টাকার গাড়ি গিফট,পেয়েছেন সায়নী। এই যুব নেত্রীর বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে ,এদের ছেড়ে রাখা উচিত নয়।পাশাপাশি এদিনের প্রচারে শাসক দলের বিরুদ্ধে ফের একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা।