
নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ চব্বিশ পরগনা:মমতা বন্দোপাধ্যায় কে যদি আমি হারাতে পারি,আপনারাও নিজেদের কেন্দ্রে তৃণমূলকে হারাতে পারবেন।মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে এসে মুখ্যমন্ত্রীকে নির্বাচনে হারানোর প্রসঙ্গ তুলে দলীয় প্রার্থীদের এই ভাষাতেই উজ্জীবিত করলেন শুভেন্দু অধিকারী। এদিন জনসভা থেকে তিনি দাবি করেন মানুষ লক্ষী ভান্ডারে আর সন্তুষ্ট নয়।তারা অন্নপূর্ণার ভান্ডার চাইছেন।বিজেপি ক্ষমতায় এলে সেই ব্যবস্থা করবে এবং যুবকেরা চাকরি পাবে।পাশাপাশি ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত বিরোধীদের বৈঠককে কটাক্ষ করে বলেন,সাধারণ মানুষ যখন লড়াই করছেন তখন মমতা ও অভিষেক ইয়চুরির সঙ্গে ডিনার করছেন।
উল্লেখ্য মঙ্গলবার মগরাহাটের নিগৃহীত বিজেপি প্রার্থীদের পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। সাক্ষাতের পর পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু।