
সুকান্ত চট্টোপাধ্যায়,বারাসাত:রাজ্যের খাদ্যমন্ত্রী ও দত্তপুকুর থানার আই সির মদতে দত্তপুকুরের অবৈধ বাজি কারখানা চলতো বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা । সোমবার দুপুর তিনটে নাগাদ শুভেন্দু অধিকারি পৌঁছান দত্তপুকুরে ।সেখানে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি এবং দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন ।এরপর সংবাদমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের বলেন এই বিস্ফোরন কাণ্ডের সঙ্গে খাদ্যমন্ত্রী ও দত্তপুকুর থানার আই সি সরাসরি যুক্ত রয়েছেন।এবং তিনি আরো বলেন গত ৬ মাসে সরকারি গাফিলতিতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বারুদ বিস্ফোরণে প্রায় ২০০ জন নাগরিকের মৃত্যু হয়েছে।এছাড়াও বিস্ফোরণের তদন্তের জন্য তারা হাইকোর্ট আপিল করেছেন বলেও জানিয়েছেন শুভেন্দু।এই ঘটনার তদন্ত করে এন আই এর প্রকৃত দোষীদের শনাক্ত করতে পারবে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য এখনো অবধি দত্তপুকুর কাণ্ডে ৯ জন ব্যক্তির মৃত্যু হয়েছে।গ্রেফতার করা হয়েছে একজনকে।সাসপেন্ড করা হয়েছে স্থানীয় ওসি কে।এবং এন এই ও ফরেনসিক দল এসে পর্যবেক্ষণ করেছে ঘটনাস্থল।এসেছে শিশু সুরক্ষা কমিশন ও হিউম্যান রাইটস কমিশন।