
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:
বিজেপির এক যুব নেতাকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগে শনিবার রাত্রি প্রায় সাড়ে ১০টা নাগাদ মারিশদা থানায় গিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পাশাপাশি পুলিশকে তাঁর হুঁশিয়ারি, ধৃত নেতার স্ত্রীকে দিয়ে তিনি অপহরণের অভিযোগে মামলা দায়ের করবেন। প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশান করবেন বলে ও জানান বিরোধী দলনেতা।
সূত্রের খবর, খেজুরি থেকে শনিবার বিকেল ৪টে নাগাদ বিজেপির এক যুব নেতাকে সাদা পোষাকে গ্রেফতার করে মারিশদা থানার পুলিশ। এই ঘটনার খবর পেয়ে রাত্রি প্রায় সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফেরার পথে মারিশদা থানায় ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী। কর্তব্যরত ডিউটি অফিসারের কাছে এই যুব নেতার গ্রেফতারির অ্যারেস্ট মেমো দাবী করে শুভেন্দু। এই নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো বিতন্ডায় জড়াতে দেখা যায় শুভেন্দুকে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক সহ ধৃত বিজেপি নেতার পরিজন ও অসংখ্য বিজেপি সমর্থক। এছাড়াও শুভেন্দুর আসার খবরে মারিশদা থানার বাইরে ভীড় জমাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।