
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি :মেঘ ভাঙ্গা বৃষ্টির জন্য বিধ্বস্ত সিকিমের সিংথাম সহ বিস্তীর্ণ এলাকা। এখনও নিখোঁজ সেনাবাহিনীর জওয়ান সহ বহু সাধারণ মানুষ।ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর অববাহিকার বিভিন্ন স্থান থেকে এন ডি আর এফ এবং রাজ্য পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছে ২৭ টি মৃতদেহ। যার মধ্যে ৭ টি দেহ ভারতীয় সেনার বলে শুক্রবার জারী করা এক বিবৃতিতে জানিয়েছেন জেলা শাসক শমা পারভিন। অপরদিকে গ্রামবাসীদের তিস্তা নদীতে ভেসে আসা কোন বস্তু কে স্পর্শ করতে মানা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ।সেনা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই বিশেষ ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠন করে নিখোঁজ জওয়ান এবং অস্ত্র সস্ত্র উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।এরই মধ্যে শুক্রবার বিকেলে উত্তর সিকিমের সিংটাম জেলার বারদাং এলাকায় তিস্তা নদীর পাড়ে , বোম ফাটার দৃশ্য চোখে পড়ে স্থানীয়দের ।ইতিমধ্যেই সেই বিস্ফোরণের ভয়াবহ দৃশ্য ভাইরাল হয়েছে।তবে শুক্রবার খুলে দেওয়া হয়েছে রংপু থেকে সিংথাম হয়ে গ্যাংটক গামী জাতীয় সড়ক