
ওঙ্কার ডেস্ক : রাতের রাস্তায় হেলেদুলে চলছে ভালুক। এই মুহুর্তে সিকিমে ছড়াছড়ি দেশ বিদেশের পর্যটক, ঠিক সেই সময় শুক্রবার রাতে দক্ষিন সিকিমের বি -২ সেতুর কাছে পথচলতি মানুষের ক্যামেরায় ধরা পড়ল এক আশ্চর্যজনক দৃশ্য, এবং ইতোমধ্যেই সেই ভিডিও ভাইরাল। রাস্তা দিয়ে হেটে চলেছে ভালুক এমন দৃশ্য ভাইরাল হতেই পর্যটকদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়। পাশাপাশি আলিপুরদুয়ারে শীতের ঠান্ডা আমাজে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হাতি। ঘটনাটি ঘটেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাট সাহা নগরে। সকালে হাতির দর্শন পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ খুশি আবার কেউ আতঙ্কিত। তবুও ফ্রেম বন্দি করতে ভুলছে না সাধারণ মানুষ ।