
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : ২০২৪-এর লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে| জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক সহ বিরোধী দলগুলিও| উল্লেখ্য, নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। সেই মতো শনিবার সকালে শিলিগুড়িতে এসে পৌঁছল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের মনোবল বাড়াতেই আগেভাগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের| ৭ মার্চের মধ্যে ১৫০ কোম্পানি বাহিনী আসার কথা বঙ্গে| ইতিমধ্যেই ১০০ কোম্পানি এসে পৌঁছেছে| সন্দেশখালিকাণ্ডের আবহে উত্তর ২৪ পরগনাই পাচ্ছে সব থেকে বেশি সংখ্যক কোম্পানি|
অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার জন্য স্কুলে স্কুলে হচ্ছে ক্যাম্প| ফলে, প্রভাব পড়ছে পঠনপাঠনে, বিপাকে পড়েছে পড়ুয়ারা | লোকসভা ভোটের এখনও বাকি বেশকিছুটা সময়| এই আবহে প্রশ্ন উঠছে, যতদিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে, ততদিন কি তবে বন্ধ থাকবে পড়াশোনা ?