
ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার সকালে এনজেপি থানার জামুড়িভিটা এলাকায় এক যুবককে অপহরণকারী সন্দেহে কয়েকজন মারধর করে। । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই যুবক এক শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে এবং তদন্ত করে পুলিশ জানতে পারেন ওই যুবক মাদকাসক্ত। বাড়ি ফুলেশ্বরী মোড় এলাকায়। বেশ কিছুদিন সে হোমেও ছিল। তবে বর্তমানে ফলস সিলিং এর কাজ করতো।
এদিকে মারধর এবং গ্রেপ্তার করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওই যুবকের মা এবং বাবা। তারা বলেন তাদের ছেলে নির্দোষ,সন্দেহের বশে মারধোর করা হয়েছে।সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।