
নিজেস্ব প্রতিনিধিঃ ধর্ষণের অভিযোগ উঠলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে।ঘটনার তদন্তে নেমে এএসআই কে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃত এএসআই এর নাম অমর বীর। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন অভিযুক্ত। গত জুলাই মাসে এক তরুণী মাটিগাড়া থানায় অমর বীরের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অমর আদালতে জামিনের আবেদন করেন।যদিও সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ মাল্লাগুড়ি এলাকা থেকে অমর বীরকে গ্রেফতার করে।