
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : পৌরসভার চিকিৎসককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আক্রান্ত শিলিগুড়ি পৌরসভার এক চিকিৎসক। অভিযোগ, কার্ণিভালের রাতে ডিউটি করতে গিয়ে পুলিশের দুর্ব্যবহারের শিকার হন তিনি। এ নিয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ডাক্তার। আক্রান্ত চিকিৎসকের দাবি, রাত দশটা থেকে ডিউটি ছিল তাঁর। কিন্তু তাঁকে সিকিউরিটি পাস দেওয়া হয়নি। নিরঞ্জন ঘাটে ঢোকার সময় তাঁকে বাধা দেয় পুলিশ। ওই চিকিৎসক আরও জানান, তিনি অন ডিউটি চিকিৎসক। এরপরেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁকে অপরাধীর মতো প্রকাশ্যে মারা হয়। এরপর তাঁকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ। দু’ঘণ্টা পর পিআর বন্ডে ছাড়া পান তিনি।
অন্যদিকে, পুলিশ পালটা অভিযোগ আনেন ওই চিকিৎসকের বিরুদ্ধে। তাদের মতে ওই চিকিৎসকের কাছে কোনও পরিচয় পত্র ছিলনা। তার পরেও কার্নিভালের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। শুধু তাই নয়, ওই চিকিৎসক মহিলা পুলিশের গায়েও হাত দেয় বলে অভিযোগ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।।
এই বিষয় পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, তিনি সমস্ত বিষয়টা খতিয়ে দেখবেন।