
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : ফের উত্তপ্ত পরিস্থিতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে. মানসিক রোগের বিভাগের ডাক্তার না থাকার কারণে ওষুধ না পেয়ে রোগীদের বিক্ষোভ. লাইনে দাঁড়িয়ে থেকেও তারা ওষুধ পায়নি বলে অভিযোগ করছে রোগীর পরিবার ও রোগীরা।
শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা নয়, দূর দূরান্ত থেকে মানুষ ওষুধের জন্য এসে থাকেন এখানে। ওষুধ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। দীর্ঘক্ষণ ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থেকেও ডাক্তার না থাকায় সেখান থেকে তারা সুপারের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের একটাই দাবি, তাদের ওষুধ দেওয়া হোক।
দীর্ঘক্ষণ সুপার অফিসের সামনে অপেক্ষা করার পর হঠাৎই তারা সুপার অফিসের ভেতরে থাকা টেবিল চেয়ার ছুঁড়ে ফেলতে শুরু করে। এই পরিস্থিতি দেখে কর্মরত নিরাপত্তা রক্ষীরা তাদের আটকাতে গেলে নিরাপত্তা রক্ষীদের ওপর চড়াও হয় বেশ কিছু মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়িতে খবর দেওয়া হলে সেখান থেকে পুলিশ সেখানে পৌঁছয়. এরপর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।