
অরূপ পোদ্দার, শিলিগুড়িঃ পাচারের আগে উদ্ধার হল প্রায় ৪ কেজি সাপের বিষ। ঘটনায় গ্রেপ্তার ৪ জন পাচারকরী। উদ্ধার একটি ছোট গাড়ি এবং স্কুটার। বন বিভাগ সূত্রে খবর, কার্শিয়াং বন বিভাগের বাগডোগরা রেঞ্জ এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো যৌথ অভিযান চালিয়ে বিধাননগরের মুরালিগঞ্জে। সেখানে মহানন্দা সেতুর কাছ থেকে পাচারকারীদের গ্রেপ্তার করে। ধৃতরা হল, সাহনাওয়াজ , মহম্মদ তৌহিদ আলম এবং আজমল। তাদের বাড়ি ইসলামপুরে। বিষ কাচের জারে করে নিয়ে আসা হচ্ছিল। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই জার ভর্তি সাপের বিষ বাংলাদেশ থেকে ভারতে আনা হয় বিদেশে পাচার করার জন্য।