
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : উত্তরবঙ্গের অর্থনীতির মেরুদন্ড হিসেবে পরিচিত তিনটে T ‘টি টিম্বার এবং ট্যুরিজম’. কিন্তু দীর্ঘদিন থেকেই টি অর্থাৎ চা শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কুড়ি শতাংশ বোনাসের বিষয় নিয়ে ৬ টি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে কিন্তু তবুও কোনরকম সমাধান সূত্র বের হয়নি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সময় পাহাড় জুড়ে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল চা শ্রমিক সংগঠন। তারপরই শ্রমমদপ্তরের কাছে নির্দেশ আসে দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করতে আবারো পুনরায় ত্রিপাক্ষিক বৈঠকে বসতে। কিন্তু এই বৈঠকেও কোনওরকম সমাধান সূত্র বের হয়নি. ১৩ শতাংশর বদলে ১৬ শতাংশ বোনাস দেওয়া হবে, এ ধরনের নির্দেশিকা জানানো হয় শ্রম দপ্তরের পক্ষ থেকে. কিন্তু ১৬ শতাংশ বোনাসে খুশি নন চা শ্রমিকরা. তাদের কুড়ি শতাংশ বোনাস দিতে হবে এই দাবিতে সেই বৈঠকও ভেস্তে যায়। ২০ শতাংশ বোনাসের দাবিতে বুধবার দার্জিলিংয়ে একটি মহা মিছিলের ডাক দেওয়া হয় চাষ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। বুধবার সকালে দার্জিলিং শহরে সেই মিছিল সংগঠিত করা হয় চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে. এই মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, বোনাস না হলে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা।