
সুনন্দা দত্ত, সিঙ্গুর : প্রতিদিন রেললাইন পার করে পৌঁছতে হয় স্কুলে। অসুস্থ ব্যক্তিদেরও হাসপাতালে নিয়ে যেতে কম ঝক্কি পোয়াতে হয় না। রেল লাইন পার করতে গিয়ে ঘটে গেছে বহু দুর্ঘটনা, প্রাণ হারিয়েছেন অনেকে। সিঙ্গুরের মানুষের দীর্ঘদিনের দাবি, ইন্দিরা বেদী ও সিঙ্গুর গোলাপ মোহিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সংযোগ স্থলে রেলের নীচে অবিলম্বে সাবওয়ে নির্মাণ করতে হবে। যাতে সিঙ্গুরের ২টি স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত না করতে হয়।
এই ঝুঁকি থেকে আপামর সিঙ্গুরবাসীকে রক্ষা করতে ভারতীয় রেলের কাছে তাদের দাবি, যত শীঘ্র সম্ভব সিঙ্গুর স্টেশনের কাছে ইন্দিরা বেদী ও গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বিদ্যালয়ের সংযোগস্থলে সাবওয়ে নির্মাণ করতে হবে। বৃহস্পতিবার সকাল থেকেই সাবওয়ের দাবিতে সিঙ্গুর ব্লক জুড়ে গন স্বাক্ষর অভিযানে নেমেছে তৃণমূল কংগ্রেস