
অনুপ রায় ,হাওড়া:তৃনমূল একটি অগণতান্ত্রিক , দুর্নীতিপরায়ণ দল।বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করার উপযুক্ত নয় তৃনমূল ।একমাত্র বামেরাই এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে।শুক্রবার হাওড়ার অনিল বিশ্বাস ভবনে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে এই কথা সাফ জানালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।পাশাপাশি তিনি আরো বলেন যে কেন্দ্রীয় পর্যায়ে বিজেপির সঙ্গে লড়াইয়ের জন্য তৃনমূল যদি “ইন্ডিয়া ” তে যোগ দেয় ,তাহলে আপত্তি নেই বামেদের