
তামসী রায় প্রধান, কলকাতাঃ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফের কাছে ইতিমধ্যে নোটিশের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে। আগেই শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এবার জারি হল লুক আউট নোটিশ। প্রসঙ্গত শুক্রবার সন্দেশখালির ঘটনার পর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি প্রথমে সন্দেহ করে ছিল তৃণমূল নেতা বাংলাদেশে পালিয়েছেন। তবে রবিবার বাংলাদেশে নির্বাচন। যে কারণে সীমান্তে কড়া নিরাপত্তা জারি রয়েছে। ওপার বাংলায় না পালিয়ে গিয়ে রাজ্যেরই কোথাও লুকিয়ে রয়েছে শাহজাহান বলে ইডি সূত্রে খবর। তাঁকে ধরতেই জারি হয়েছে লুক আউট নোটিশ। শুধু শেখ শাহজাহান নয়, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি হয়েছে।