
তামসী রায় প্রধান, কলকাতাঃ শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা আক্রান্ত হন। বিজেপির এক প্রতিনিধি দল শনিবার হাসপাতালে আক্রান্তদের দেখতে যান। সেই ছবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে করেন। আর এই পোষ্টের পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি তৃণমূলের।
শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে তাঁরা তল্লাশিতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি। সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা আক্রান্ত হন। ত়ৃণমূলের প্রভাবশালী নেতার অনুগামীদের একাংশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেদের বেধড়ক মারধর করে। শেষমেশ কেউ কলাবাগান দিয়ে, কেউ ধান ক্ষেত দিয়ে ছুটে পালিয়ে প্রাণ বাঁচান। এমনকি ইডি অফিসারদের নিরাপত্তায় থাকা আধা সামরিক বাহিনীর জওয়ানরাও কয়েকশ মারমুখী শেখ শাহজাহানের অনুগামীদের সামনে পড়ে পালিয়ে বাঁচেন।
আক্রান্ত ইডি অফিসারদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে বিজেপির এক প্রতিনিধি দল তাঁদের দেখতে হাসপাতালে যান। তার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে তাঁদের ছবি পোস্ট করেন। সেই ছবিতেই দেখা যাচ্ছে যে অফিসারদের দুজনের মাথা ফেটেছে। তাঁদের মাথায় ব্যান্ডেজ করা রয়েছে। এঁদের মধ্যে একজনের চোট একটু বেশি বলে জানা গিয়েছে। আরও একজন অফিসারের ছবি পোস্ট করেছেন শুভেন্দু। তাঁরও মাথায় ব্যান্ডেজ করা। গলায় কলার লাগানো। তাঁর ঘাড়ে চোট লেগেছে বলে খবর।
বঙ্গ রাজনীতির, একভাগ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতামত, হাসপাতালে তাঁদের সঙ্গে দেখা করে সেই ছবি পোস্ট করার মধ্যে রাজনৈতিক কৌশল রয়েছে। শাসক দল তৃণমূলের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পোষ্টের পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।