
নিজেস্ব প্রতিনিধিঃ সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের আগাম জামিনের ফের বিরোধিতা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওরফে ইডি। শুক্রবার আদালতে প্রভাবশালী যুক্তি টেনে জামিনের বিরোধিতায় জোরাল সওয়াল করেন ইডির আইনজীবী। গত ৫ ফেব্রুয়ারি ইডির উপর হামলার প্রসঙ্গ টেনে এদিন আদালতে ইডির দাবি, মাত্র ১৫ মিনিটে তিন হাজার লোক জড়ো করে ফেলতে পারেন শাসক দলের নেতা শেখ শাহজাহান। আগাম জামিনের আবেদন মঞ্জুর হলে প্রভাবশালী তৃণমূল নেতা দেশের বাইরে পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।