
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
বুধবার মরশুমের প্রথম তুষারপাত হল দার্জিলিংয়ে।বরফের সাদা চাদরে ঢেকে গেছে দার্জিলিংয়ের সিংলিলা এলাকা। হাতের সামনে বরফ পেয়ে গোলা বানিয়ে খেলতে দেখা যায় পর্যটকদের। শীতের শুরুতেই বরফ পড়তে শুরু হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও।এবার পাহাড়ে পর্যটকদের ঢল নামবে বলেও আশাবাদী তারা।