
অমিত কুমার দাস, কলকাতা : নিউটাউনের রেস্তোরাঁকাণ্ডে নয়া মোড়। রেস্তোঁরার মালিককে চড় মারার অভিযোগ উঠেছিল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। টেকনো সিটি থানার সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হয়নি। সিসিটিভি কাজ করলেও তা রেকর্ড হয়নি। আদালতে জানালো রাজ্য। বিধাননগরের গোয়েন্দা বিভাগের ডিসি কে নতুন করে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ৩১ জুলাইয়ের মধ্যে অগ্রগতি রিপোর্ট পেশের নির্দেশ।
রেস্তোরাঁ মালিক আনিসুর হক, তাঁর স্ত্রী সাহিল পারভিন এবং রেস্তোরাঁ ম্যানেজারকে রক্ষাকবচ হাইকোর্টের। গ্রেফতারির মতন কড়া পদক্ষেপ করা যাবেনা তাঁদের বিরুদ্ধে, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা’র। ৩১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।