
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণা : বারাসাত পুরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি পানশালার পাশে প্রকাশ্যে দিনের আলোয় চলছে জলাশয় ভরাট। এভাবেই বারাসতের একাধিক জলাশয় ও পুকুর বুজিয়ে বাড়ি নির্মাণ করা হচ্ছে। আর তাই কয়েকদিন যেতে না যেতেই হেলে পড়ছে বাড়ি গুলি ।তার প্রমান কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি বাঘাযতীনে ।
সুত্র মারফত জানা গিয়েছে, বারাসাত কাজীপাড়া পানশালার পাশেই রয়েছে মল্লিক পার্কিং আর সেই পার্কিংএর মধ্যেই দিনের আলোয় লোকসম্মুখে চলছে জেসিবি দিয়ে জলাশয় ভরাটের কাজ। ঘটনাটির বিষয়ে জমির মালিক জানান, তার জমি অনেকটা নিচু থাকার কারণে তা উঁচু করার কাজ চলছে , জলাশয় ভরাট করার কাজ হচ্ছেনা ।
বারাসাত পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মারিয়াম কাজী জানান, “ বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানতেন না ,বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রীর জলধর জল ভরো প্রকল্পের কথা মাথায় রেখে এই ভরাট কার্য রুখতে তিনি প্রশাসনের দারস্থ হবেন পাশাপাশি পৌরসভাকেও জানাবেন ”। পৌর প্রধান অশনি মুখার্জী আশ্বাস দিয়ে বলেন, “বারাসাত পৌরসভার তরফ থেকে আজই এই ঘটনাটির তদন্ত শুরু করার ব্যবস্থা করা হবে এবং সমস্ত কাগজপত্রের নিরিখে জিজ্ঞাসাবাদের জন্য জমির মালিককে তলব করা হবে। তারপরেও যদি তিনি কাজ বন্ধ না করেন তাহলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে”।
এর আগেও বারাসাতে একাধিক পুকুর ভরাটের ঘটনা সামনে এসেছে। বিরোধী দলের দাবি এর পিছনে বড় কোন নেতার হাত রয়েছে এবং এই গোটা দুর্নীতির সঙ্গে বর্তমান শাসক দল অর্থাৎ তৃনমূল জড়িত।